ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯, ৮ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ। এ সময় বিজিবির ৫৯ ব্যাটেলিয়ান বাধা প্রদান করে। এ নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এ ঘটনায় মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এবং রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে গিয়ে পতাকা বৈঠক করেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত ৬ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় চৌকা সীমান্ত ফাঁড়ির ১৭৭/২-এস পিলার থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ অবস্থায় চৌকা বিওপির টহল দল কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা প্রদান করে। 

বাধা উপেক্ষা করে পরের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সকাল ১১টায় বিএসএফ তারকাঁটার বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খননের কাজ শুরু করে। তখন বিজিবি তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে।

পরবর্তীতে বিকালে ৫৯ বিজিবির অধিনায়ক এবং রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিএসএফের স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক করেন তারা। 

বৈঠকের বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে। 

আজ বুধবার (৮ জানুয়ারি) এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি