ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

বিজিসিএফ-২৪ অ্যাওয়ার্ড পেলেন তাসনোভা মাহবুব সালাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ৩০ নভেম্বর ২০২৪

বিজিসিএফ অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তাসনোভা মাহবুব সালাম। গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘মিডিয়া কি পারসন’ হিসেবে ভূষিত করে এই পুরস্কার দেওয়া হয়। 

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্যান প্যাসেফিক সোনারগাঁ হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাসনোভা মাহবুব সালামের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। 

পুরস্কার পেয়ে তাসনোভা মাহবুব সালাম বলেন, এই অর্জনে তার পরিবারের ভূমিকা অপরিসীম।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেয়ার পর ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লাগে একুশে টেলিভিশনের পর্দায়। 

গত তিনমাসে তাসনোভা মাহবুব সালামের নেতৃত্বে একুশে টেলিভিশনের সংবাদে ভিন্নমাত্রা যোগ করেছেন। ব্যতিক্রমী ও বস্তুনিষ্ঠ সংবাদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এতে ইটিভি নিজ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে। এছাড়া একুশের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেমন- একুশের সকাল, একুশের চোখ, একুশের সন্ধ্যা, জনতার কথা এরই মধ্যে নতুনভাবে নতুন রূপে অন এয়ার হয়েছে, স্বর্ণালি দিনগুলো, একুশের রেসিপির দর্শকপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। বাচ্চাদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর ও দেশজুড়ে অনুষ্ঠানটি নতুনভাবে সম্প্রচারিত হচ্ছে। খেলাধূলার সংবাদ প্রচারে নতুনত্ব ও ভিন্নমাত্রা যোগ হয়েছে। এছাড়াও হাল সময়ের সবচেয়ে জনপ্রিয় একুশের ডিজিটাল প্লাটফর্ম-এ বিশেষ বিশেষ পরিবর্তন আনা হচ্ছে প্রতিনিয়ত। অনলাইন জগতে যা ইটিভির দর্শকপ্রিয়তাকে দিন দিন বৃদ্ধি করছে।

এছাড়াও সংবাদ ও বিভিন্ন তথ্য নির্ভর অনুষ্ঠান নিয়ে কাজ চলছে, যা অচিরেই একুশের অনুষ্ঠানমালায় যুক্ত হচ্ছে। ডিসেম্বরে প্রচারিত হবে হাল সময়ের তরুণ জনগোষ্ঠী জেএন-জেড’দের নিয়ে আসছে ব্যতিক্রমী ও ভিন্নমাত্রার অনুষ্ঠান। যার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। 

এর আগে চলতি মাসের ২ তারিখে গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪ ভূষিত হন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তাসনোভা মাহবুব সালাম। রাজধানীর গুলশানে হোটেল লেক শোর ইন্টারন্যাশনালে এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরষ্কার তুলে দেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

তাসনোভা মাহবুব সালাম ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। তারপর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেন। এরপর আইন পড়তে লন্ডন চলে যান তিনি। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি ও মেরিটাইম ল’র উপর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাস করেন। 

আইনে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন তাসনোভা মাহবুব সালাম। বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত আছেন তাসনোভা মাহবুব সালাম। দ্যা ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। 

সম্প্রতি তাসনোভা মাহবুব সালামের রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানির পুরস্কার পায়। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কাছ থেকে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ গ্রহণ করেন তিনি। 

তাসনোভা মাহবুব সালাম মরহুম এ কে এম মাহবুবুল আলমের কনিষ্ঠ কন্যা। এ কে এম মাহবুবুল আলম বাংলাদেশ ডাক বিভাগের মহাসচিব ছিলেন। এছাড়াও তিনি ছিলেন অত্র বাংলাদেশ ডাক বিভাগের সিবিএ নেতা।

তাসনোভা মাহবুব সালামের অনুপ্রেরণা বাবা এ কে এম মাহবুবুল আলম, স্বামী একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং পুত্র।

উল্লেখ্য, বিজিসিএফ অ্যাওয়ার্ড-২০২৪ আয়োজনে রয়েছে গ্রীণলিফ ম্যাগাজিন। এছাড়া আরও যুক্ত আছে ইভেন্ট সিটি ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন। অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে পুস্প হোমস প্রোপার্টি, ফুলের হাসি ও চট্টগ্রাম নাগরিক ফোরাম।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি