বিজে চার পদে ২৩০ জনবল নিয়োগ
প্রকাশিত : ১২:৪৩, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:২৩, ৪ আগস্ট ২০১৭
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসে (বিজ) জনবল নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটিতে চারটি পদে মোট ২৩০ জন লোক নেয়া হবে। এ লক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে সম্প্রতি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মূলত ক্ষুদ্রঋন প্রকল্পে এসব নিয়োগ দেয়া হবে। আগ্রহ থাকলে আপনিও যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারেন এসব পদে। তার আগে বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন একবার।
কোন পদে কতজন
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে জোনাল ম্যানেজার পদে ১০ জন, এরিয়া ম্যানেজার বা আঞ্চলিক ব্যবস্থাপক পদে ২০ জন, সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে ১০০ জন এবং শাখা ব্যবস্থাপক পদে ১০০ জনকে নিয়োগ দেয়া হবে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, জোনাল ম্যানেজার পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ পিকেএসএফের সহায়তামূলক এনজিওতে ১২ বছরের অভিজ্ঞতা এবং এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের প্রার্থীদের এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল প্রোগ্রাম জানতে হবে।
এরিয়া ম্যানেজার পদের প্রার্থীদের আবেদনের জন্য ন্যূনতম স্নাতকোত্তর পাস হতে হবে। পিকেএসএফের কোনো সহযোগী/অন্য কোনো ঋণ প্রদানকারী সংস্থায় ঋণ কর্মসূচিতে ইউনিট ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার পদে পাঁচ বছরের অথবা এরিয়া ম্যানেজার/সমপর্যায়ের পদে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল প্রোগ্রাম জানতে হবে। এ পদের প্রার্থীদের অবশ্যই মোটরসাইকেল চালনা আবশ্যক।
সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের ন্যূনতম স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। কোনো পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের কম থাকা যাবে না। প্রার্থীকে এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল প্রোগ্রাম জানতে হবে।
শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস হতে হবে। ঋণ কর্মসূচিতে পিকেএসএফের সহযোগী/অন্য কোনো ঋণ প্রদানকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল প্রোগ্রাম জানতে হবে। মোটরসাইকেল চালনা আবশ্যক।
বয়স
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের জোনাল ম্যানেজার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৩১-০৭-১৭ তারিখে সর্বোচ্চ ৪২ বছর। এরিয়া ম্যানেজার পদে আবেদনের বয়সসীমা ৩১-০৭-১৭ তারিখে সর্বোচ্চ ৪০ বছর। সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে বয়স ৩১-০৭-১৭ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। আর শাখা ব্যবস্থাপক পদে বয়স হতে ৩১-০৭-১৭ তারিখে সর্বোচ্চ ৩৮ বছর।
যেভাবে আবেদন
এসব পদে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত), জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি, যোগাযোগের ফোন নম্বরসহ নির্ধারিত তারিখের মধ্যে পরিচালক (প্রশিক্ষণ ও মানবসম্পদ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি-১৮৩, ইস্টার্ন রোড, লেন-২, মহাখালী ডিওএইচএস, ঢাকা ১২০৬ এই ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে। পদ অনুসারে ফেরতযোগ্য জামানত রাখতে হবে।
ডেটলাইন
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের এসব পদে এরইমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করতে চাইলে আবেদনকারীকে ১৩ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
পরীক্ষা ফি
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে।
নিয়োগ পরীক্ষা ও প্রস্তুতি
সব পদের জন্যই ৭০ নম্বরের লিখিত এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা একই দিনে নেওয়া হবে। ক্ষুদ্রঋণ ও হিসাবসংক্রান্ত প্রশ্ন করা হয়ে থাকে। ঋণ কার্যক্রম পরিচালনার নীতিমালা সম্পর্কে ধারণা রাখতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
বেতন-ভাতা
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের তিন মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশ শেষে জোনাল ম্যানেজার স্থানভেদে ৪১৮৪২-৫০০৭৬ টাকা, এরিয়া ম্যানেজার ৩৩২৮৪-৩৯৯৩১ টাকা, সিনিয়র শাখা ব্যবস্থাপক ৩০১৪০-৩৬১৯৭ টাকা এবং শাখা ব্যবস্থাপক ২৭৯৩০-৩৩৫০৪ টাকা মাসিক বেতন পাবেন। এ ছাড়া উত্সব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এলপিআর, ইনক্রিমেন্ট, বীমাসহ বেশ কিছু সুবিধা পাবেন। রয়েছে পদোন্নতির সুযোগও।
আরও পড়ুন