ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালেও এনডিএ আসন পেয়েছে ২৯৬টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৪ জুন ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল দৃশ্যমান হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যা গরিষ্ঠতা হারালেও তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৬টি আসন জিতেছে। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। অপরদিকে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোট পেয়েছে ২৩২টি আসন।

এককভাবে দল হিসেবে ২৪১ টি আসন পেয়েছে বিজেপি। আর কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। এদিকে, কমিশন ঘোষিত ৫৩ আসনের ৩৬টিই জিতেছে বিজেপি।

মোদির এনডিএ জোট সরকার গঠনের জন্য এখন পর্যন্ত ২৯৬টি আসনে এগিয়ে রয়েছে।

যার মধ্যে বিজেপি এককভাবে এগিয়ে আছে ২৪১টি আসনে।

অন্যদিকে, রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২৩২টি আসনে। এর মধ্যে কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ৯৯টি আসনে।

সূত্র: এনডিটিভি ও বিবিসি

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি