ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজেপির সঙ্গে বাকযুদ্ধে ফারহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

তামিল ছবি ‘মার্শাল’কে কেন্দ্র করে এবার বিজেপি মুখপাত্রের সঙ্গে বিবাদে জড়ালেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। একের পর এক টুইট করে অভিনেতার সঙ্গে বাক-যুদ্ধে জড়ালেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও।

সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বেশিরভাগ অভিনেতার বোধবুদ্ধি ও সাধারণ জ্ঞান অনেক কম হয় বলে মন্তব্য করেন নরসিমা রাও। তার এই মন্তব্যের পরই চটে যান ফারহান আখতার। টুইট করে তার কড়া জবাবও দেন তিনি৷ ফারহান লেখেন, অভিনেতাদের সম্পর্কে এটাই আপনার ধারণা? আপনার সাহস হয় কি করে? শেম স্যার।

ফারহানের টুইটের জবাব দিতে দেরি করেননি নরসিমা রাও। তিনি অভিনেতাকে অসহিষ্ণু না হওয়ার পরামর্শ দেন।

বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে ‘মার্শাল’ ছবি। কেন্দ্রের পণ্য পরিষেবা কর ও ডিজিটাল ইন্ডিয়ার সমালোচনা করা হয়েছে এই অভিযোগে ছবি থেকে কয়েকটি সংলাপ বাদ দেওয়ার দাবি তোলে বিজেপি। ছবিতে বাক স্বাধীনতার হস্তক্ষেপ করার অভিযোগ তোলা হয়েছে।

 

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি