বিজ্ঞানী আবদুল্লাহ আল-মুতীর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ১০:২৭, ৩০ নভেম্বর ২০২০
বিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের আজকের এই দিনে তিনি মারা যান। তিনি শিশু-কিশোর ও সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে পৌঁছে দিতে চেয়েছেন বিশেষভাবে।
সিরাজগঞ্জের ফুলবাড়ী গ্রামে ১৯৩০ সালের ১ জানুয়ারি তার জন্ম। ‘এসো বিজ্ঞানের রাজ্যে’, ‘অবাক পৃথিবী’, ‘আবিস্কারের নেশায়’সহ বহু গ্রন্থ রয়েছে তার। বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, গণশিক্ষামূলক সাহিত্যের ইউনেস্কো পুরস্কার, বিজ্ঞানে শ্রেষ্ঠ কীর্তির জন্য ঋষিজ শিল্পী গোষ্ঠী পুরস্কার, ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার।
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য লাভ করেন একুশে পদক এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন স্বাধীনতা পদক।
এসএ/