ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে বাঁচাবে গুগল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ২৭ জানুয়ারি ২০১৮

ইন্টারনেটে কোন একটা সাইটে গিয়ে কিছু খুঁজার পর থেকে সেই জিনিসের বিজ্ঞাপন আপনি যে সাইটেই যাচ্ছেন সেখানেই আপনাকে টার্গেট করছে।

এই যন্ত্রণা থেকে আপনাকে মু্ক্তি দিতে গুগল নিজেই এবার একটা অপশন বাতলে দিচ্ছে। কেউ এখন ইচ্ছে করলে এই বিজ্ঞাপন `মিউট` করে দিতে পারবে।

`রিমাইন্ডার এড` নামে পরিচিত এই বিজ্ঞাপনগুলিকে অনেকেই যন্ত্রণা হিসেবে গণ্য করেন। অনলাইনে কোন পণ্য কেনার জন্য সার্চ করলে সাথে সাথে শুরু হয় এই বিজ্ঞাপনের বিড়ম্বনা।

গুগল অবশ্য দাবি করছে এই `রিমাইন্ডার এড` লোকজনকে তাদের প্রয়োজনটা মনে করিয়ে দিতে সাহায্য করে। তবে তারপরও এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ইন্টারনেট ব্যবহারকারীদের তারা আরও বেশি সুযোগ করে দিতে চায়। গুগলের সার্ভিস ব্যবহার করে যেসব সাইট, তারা এখন কোন ব্যবহারকারীকে টার্গেট করে যে বিজ্ঞাপন পাঠাবে, সেগুলো চাইলেই `মিউট` বা `হাইড` করা যাবে।

যাদের গুগল একাউন্ট আছে, তারা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন কোন কোন কোম্পানি তাদের টার্গেট করে `রিমাইন্ডার এড` পাঠাচ্ছে।

সূত্র: বিবিসি

একে// এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি