ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

বিজয়-বার্লের ফিফটিতে সহজ জয় রাজশাহীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ২ জানুয়ারি ২০২৫

বিপিএলের ইতিহাসে রেকর্ড ক্যারিয়ারসেরা বোলিংয়ে কাজটা আগেই সহজ করে রেখেছিলেন তাসকিন আহমেদ। এবার এনামুল হক বিজয় ও রায়ান বার্লের জোড়া হাফ-সেঞ্চুরিতে সহজেই ঢাকা ক্যাপিটালসকে হারালো দুর্বার রাজশাহী। ৭ উইকেটে এই জয়ে পয়েন্ট টেবিলে শুভসূচনা হলো বিজয়ের দলের।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) হোম অব ক্রিকেট মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় ঢাকা। জবাবে ১১ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীরও। দলীয় ৩০ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। ৫ বলে ১২ রান করে হারিস এবং ৮ বলে শূন্য রানে ফেরেন জিসান আলম।

তিনে নেমে ইয়াসিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন এনামুল। ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা ক্যাচ মিস করায় দুজনেই জীবন পান। তবে ইনিংস বড় করতে পারেননি রাব্বি। ২০ বলে ২২ রান করে ফেরেন তিনি।

এরপর ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেন বার্ল। অন্যপ্রান্তে ৩৫ বলে ফিফটি তুলে নেন বিজয়। অপু ক্যাচ মিস না করলে ৩০ রানেই থামতো বিজয়ের ইনিংস। সেই সুযোগ কাজে লাগিয়ে রাজশাহীকে জয়ের পথে এগিয়ে নেন টপ-অর্ডার এই ব্যাটার।

৩১ বলে ফিফটি তুলে নেন বার্ল-ও। শেষপর্যন্ত বিজয়ের ৪৬ বলে ৭৩ ও বার্লের ৩৩ বলে অপরাজিত ৫৫ রানের সুবাদে ১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ১২ রানেই দুই ওপেনারকে হারায় দলটি। ৫ বলেও রানের খাতা খুলতে পারেননি ওপেনার লিটন দাস। এ ছাড়া ১০ বলে ৯ রান করে তার দেখানো পথেই হাঁটেন আরেক ওপেনার তামিম।

তৃতীয় উইকেটে দলের হাল ধরেন দীপু ও স্টিফেন এসকেনজি। তবে হাফ-সেঞ্চুরি ছোঁয়ার আগেই ২৯ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন এসকেনজি।

এরপর ক্রিজে এসে ঝোড়ো শুরু করেছিলেন থিসারা পেরেরা। তবে ইনিংস বড় করতে পারেননি। ৯ বলে ২১ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন তিনি।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ৪১ বলে ফিফটি তুলে নেন শাহাদত। এরপর তিনিও প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে আলাউদ্দিন বাবু (১৩) এবং রঞ্জনি ২৪ রানে ৯ উইকেটে ১৭৪ রানের পুঁজি পায় ঢাকা।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন তাসকিন। এ ছাড়াও মোহর শেখ ও হাসান মুরাদ একটি করে উইকেট নেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি