ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিজয়ের নতুন জীবন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ২৯ জুন ২০১৮

নতুন জীবন শুরু করেছেন ক্রিকেটার এনামুল হক বিজয়। মাঠের ক্রিকেটে ফর্মটা যখন পড়তি, তখন ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছেন বিজয়। দীর্ঘদিনের বান্ধবী ফারিয়া ইরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয়।

বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বিয়ের কথা জানিয়ে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে আপলোড দেওয়া ছবির সঙ্গে বিজয় লিখেন, ‘একটি সুখী দাম্পত্য জীবন নির্ভর করে বারবার একই মানুষের ভালোবাসায় সিক্ত হওয়ার উপর। দেশ ও দেশের বাইরে সবার কাছে আমাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করছি।’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি