ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিটিভিতে ভয়াবহ আগুন, সহযোগিতার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১৮ জুলাই ২০২৪

রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মূল ভবনে কোটা আন্দোলনকারীদের দেওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, আগুন নেভাতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ সহযোগিতা চাওয়া হয়। পোস্টে বলা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন লেগেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করছি। ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর বিটিভির মূল ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। বিটিভির পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস খবর পেলেও রাস্তায় আন্দোলনকারীদের অবরোধের কারণে সামনে এগোতে পারছেন না।

নাম প্রকাশ না করার শর্তে বিটিভির এক কর্মকর্তা বলেন, বিকেলে সোয়া তিনটার দিকে বিটিভির মূল গেটে আগুন দেওয়া হয়েছিল। এখন বিটিভির মূল ভবনে আগুন দেওয়া হয়েছে। আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না।

এদিকে বিটিভির ভবনে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিটিভিতে আগুন দেওয়ার সংবাদ আমরা পেয়েছি। কিন্তু রাস্তা অবরোধের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারছে না।

এর আগে বিকেলে সোয়া ৩টায় রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গেটে আগুন দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা টেলিভিশন ভবনের ক্যান্টিন, রিসিপশন ও একটি গাড়ি ভাঙচুর করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই উত্তেজিত কিছু শিক্ষার্থী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়। এরপর বিটিভির গেটে আগুন দেয় এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি