ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিতর্কে সোনাক্ষী, ডায়না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হ্যাপ্পি ভাগ জায়েগি রিটার্নস সিনেমার শুটিং শুরু করেছেন সোনাক্ষী সিনহা ডায়না পেন্টি। সোনাক্ষীর এই সিনেমার শুটিং চলছিল ব্যাংককে। কিন্তু মাঝরাস্তায় বন্ধ হয়ে গেল সব। কারণ, সেক্স টয়। ব্যাংকক পুলিশ ফিল্মের সঙ্গে যুক্ত একটি প্রোডাকশন কোম্পানির উপর পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ তোলা হয়েছে।

দুই দেশের রিপোর্ট অনুযায়ী, বুধবার শুটিংয়ের সময় নগ্ন মডেলের সেক্স টয় ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়। এছাড়া আরও অনেক অ্যাডাল্ট জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তখনই স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন।

শুধু একটা সেক্স টয়ের জন্য প্রযোজকদের বেশ ক্ষতি হয়েছে। অপরদিকে সোনাক্ষী সিনহা, ডায়না পেন্টির মতো দুজন নায়িকার সময় নষ্ট এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়। সুদূর থাইল্যান্ডে এ জন্য আইনি জটিলতার মুখেও পড়ছে হচ্ছে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি