ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিতর্কের মুখে আত্মজীবনী তুলে নিলেন নওয়াজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ৩১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

প্রকাশ হওয়ার পর থেকেই বিতর্ক। সেই বির্তক থেকে মুক্তি পেতে অবশেষে নিজের আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ বাজার থেকে তুলে নিলেন অভিনেতা নওয়াজ।

দেখতে খুবই ভদ্র লোক নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে তার আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ প্রকাশের পর তার উপর সব ধারণা পাল্টে গিয়েছিলো। একজীবনে এতগুলো নারীসঙ্গ, নাম করে করে গার্লফ্রেন্ডদের সঙ্গে ঘনিষ্ঠতা, নানান সব ঘটনা আরও অনেককিছুই তাঁর আত্মজীবনীতে লিখেছেন নওয়াজ।

তবে তিনি যতটা না বলেছেন, ‘অ্যান অর্ডিনারি লাইফ’ নিয়ে আরও অনেক বেশি কিছু বলেছেন নওয়াজের সব ‘এক্স’রা। নওয়াজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যা লেখা হয়েছে তা মিথ্যে, আর বই বিক্রির জন্যই সাজানো গল্প বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া নীহারিকা সিং।

আর শুক্রবার আরও একধাপ এগিয়ে যায় নওয়াজের ‘অ্যান অর্ডিনারি লাইফ’। যার নতুন নাম ‘এক্সট্রাঅর্ডিনারি লাইস’ দিয়েছেন তাঁর প্রথম গার্লফ্রেন্ড সুনীতা রাজওয়ার। তিনি সোজা জানিয়েছেন, আপাত দৃষ্টিতে নওয়াজ নিজেকে খারাপ বললেও, তাঁর লিখন কৌশলে নিজের দোষগুলো অন্যের ঘাড়ে চাপিয়েছেন।

এছাড়া, সুনীতার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়া যে কারণ নওয়াজ দেখিয়েছেন, সে প্রসঙ্গে সুনীতার বক্তব্য, নওয়াজের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ ছিল তাঁর নিচু মানসিকতা।

অবশেষে প্রাক্তনদের একের পর এক অভিযোগের জেরে নওয়াজ নিজের আত্মজীবনীটাই বাজার থেকে তুলে নিলেন। পাশাপাশি বইয়ে লেখা যাঁদের সেন্টিমেন্টে আঘাত করেছে তাঁদের কাছে ক্ষমাও চেয়েছেন নওয়াজ।

সূত্র : জি নিউজ

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি