ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদায় আর্জেন্টিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আর্জেন্টিনা গত বিশ্বকাপের রানার আপ দল। একটুর জন্য বিশ্বকাপটা ছুঁতে পারেননি। এবারের আসরেও এসেছিলেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। কিন্তু হায়! বিধি বাম। গ্রুব পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে ম্যারাডোনার উত্তরসূরিদের।

প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। এখন প্রশ্ন উঠেছে, বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠতে পারবে তো সাদা-আকাশি জার্সিধারীরা। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলেও বিদায় নিতে হতে পারে বিশ্বকাপ থেকে। মূলত ক্রোয়েশিয়ার বিপক্ষে হারই আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বাজিয়ে দিল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে খুঁজে পাওয়া যায়নি মেসি-হিগুয়েইন-আগুয়েরোদের। এদিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারের পর শেষ ষোলোয় ওঠার সমীকরণটা কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। পরের ম্যাচে নাইজেরিয়াকে বড় ব্যবধানে হারাতে না পারলে দ্বিতীয় রাউন্ডটা হয়তো দর্শক হিসেবেই দেখতে হবে মেসি-আগুয়েরোদের। আবার হারালেও লাভ হবে না। কারণ আইসল্যান্ড যদি দুই ম্যাচের একটি জেতে তবে বিশ্বকাপ থেকে বাদ পড়বে আর্জেন্টিনা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি