ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিদায় নিল ব্রাজিল

প্রকাশিত : ১২:৪৬, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১২:৪৬, ১৩ জুন ২০১৬

বিশ্বকাপে মেরাডোনার ইশ্বরের হাতের গোল আবারো দেখলো ফুটবল প্রেমী দর্শকরা। এবার আর মেরাডোনা না, হাত দিয়ে গোল করলেন পেরুর রাউল রুইদিয়াস। সহকারী রেফারীর সঙ্গে আলোচনা করেও ধরতে পারলেন না রেফারি। বিতর্কিত সেই গোলে হেরেই কোপা আমেরিকা থেকে ছিটকে পড়লো ব্রাজিল। এদিকে হাইতিকে ৪-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ইকুয়েডর। দু’দলেরই পয়েন্টই সমান। তবে সুবিধাজনক অবস্থানে ছিলো ব্রাজিলই। ড্র করলেই চলবে আর জয়ের বিকল্প নেই পেরুর। এমন সমিকরণে মাঠে নামে দু’দল । শুরু থেকেই ব্রাজিলের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে থাকে পেরু। একাধিক আক্রমণ গড়লেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। প্রথমার্ধে কিছুটা রক্ষণাত্মক থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমনের মাত্রা বাড়ায় পেরু। ৬৩ মিনিটে ডি বক্সের ভেতর থেকে পেরুর কৌতিনিয়োর শট দক্ষতার সঙ্গে প্রতিহত করেন আলবের্তো রদ্রিগেজ। ৭৫ মিনিটে বিতর্কিত গোল পায় পেরু। ডান দিক থেকে আন্দি পলোর ক্রসে হাত দিয়ে বল জালে জড়ান রুইদিয়াস। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় তার হ্যান্ডবলটি। তবে ফুটবলে রিপ্লে দেখে সিদ্ধান্ত দেয়ার নিয়ম না থাকায়, সহকারীর সঙ্গে আলোচনা করেও হ্যান্ডবলটি ধরতে পারেননি উরুগুয়ের রেফারী আন্দেস কুনাহ। আর এই গোলে সাথেই কপাল পুড়ে ব্রাজিলের। অবশ্য শেষ ১৫ মিনিট প্রানপন চেষ্টা করেছে ব্রাজিল। তবে তাদের সব চেষ্টাই বৃথা গেছে গোল না পাওয়াতে। ফলে ৩ খেলা থেকে ৪ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকা থেকে বিদায় নিল শিরোপা প্রত্যাশী ব্রাজিল। এদিকে অপর ম্যাচে হাইতিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে বি গ্র“প থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইকুয়েডর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি