ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিদায় নিলেন গার্বিন মাগুরোজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৮ মে ২০১৭ | আপডেট: ১৫:৩২, ৮ মে ২০১৭

মাদ্রিদ ওপেনে অঘটনের শিকার হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গার্বিন মাগুরোজা। টাইমা বাকসিনস্কির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি।
মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডে স্পেনের মাগুরোজার বিপক্ষে সহজেই জয় পায় সুইজারল্যান্ডে বাকসিনস্কি। প্রথম সেটে ৬-১ গেমে জয়ের পায়  বাকসিনস্কি। পরের সেটে ঘুরে দাড়ানোর চেষ্টা করেন বর্তমান চ্যাম্পিয়ন মাগুরোজা। কিছুটা প্রতিদোন্দিতা গড়লেও ম্যাচ জিততে পারেননি। ৬-৩ গেমে সেট হেরে বিদায় নেন এ স্প্যানিয়ার্ড। আর ২-০ সেটে জিতে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন বাকসিনস্কি। এ রাউন্ডে নেদারল্যান্ডসের কিকি ব্রেটেনসের বিপক্ষে খেলবেন।  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি