বিদেশ গমনেচ্ছুদের প্রতি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
প্রকাশিত : ১১:০০, ৩ ফেব্রুয়ারি ২০২৫
ইতালিতে পাঠানোর নাম করে নিরীহ চাকরিপ্রার্থীদের লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায় করছে ভয়ঙ্কর নিষ্ঠুর মাফিয়া চক্র। সম্প্রতি ইতালিসহ বিশ্বের কয়েকটি গন্তব্যে যেতে আগ্রহী কর্মীদের প্রতারণার ফাঁদে ফেলার প্রবণতা বেড়েছে। মানব পাচারকারীদের কবলে পড়ে নৌকাডুবিতে মৃত্যু ছাড়াও নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে অনেকে। এ পরিস্থিতিতে বিদেশ গমনে-ইচ্ছুক কর্মীদের সতর্কবার্তা দিয়ে ১০টি নির্দেশনা দিয়েছে সরকার।
রোববার এ সংক্রান্ত সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে এমন পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণির প্রতারক, দালাল ও এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়মবহির্ভূতভাবে ও অবৈধভাবে বিদেশ গমনে প্রলুব্ধ করছে। তারা মূলত বিদেশ গমনেচ্ছু কর্মীদের মোটা অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া, রাশিয়া, লেবানন, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে প্রেরণ করছে।
ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকায় এভাবে বিদেশ গমন করে কর্মীরা শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানিসহ জেল-জরিমানার শিকার হচ্ছেন।
এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ গমনেচ্ছুদের জন্য ১০টি নির্দেশনা প্রকাশ করেছে। এই নির্দেশনাগুলোর মূল উদ্দেশ্য হলো বিদেশে কাজের জন্য বৈধ পন্থায় যাওয়ার গুরুত্ব তুলে ধরা এবং দালালচক্রের দ্বারা প্রতারিত হওয়া থেকে রক্ষা পাওয়া।
প্রধান নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে কর্মসংস্থান (ওয়ার্ক পারমিট) ভিসায় বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা; দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা; বিদেশ গমনের আগে নিয়োগকর্তার নাম, ঠিকানা, চাকরির বিস্তারিত বিবরণ, যেমন—বেতন-ভাতা, কর্মের মেয়াদ, থাকা, খাওয়া, ইকামা বা ওয়ার্ক পারমিটসহ অন্যান্য সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়া; বহির্গমন ছাড়পত্র ও গন্তব্য দেশের টিকিট ছাড়া কর্মসংস্থান ভিসায় বিদেশ গমন না করা।
এ ছাড়া জলপথ, স্থলপথ বা হেঁটে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনে আশ্বস্ত না হওয়া; ভিসা প্রদানকারী দেশের দূতাবাস বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ভিসার সঠিকতা নিশ্চিত হয়ে গমন করা; বিদেশ গমনের আগে নিয়োগকারীর সঙ্গে কর্মচুক্তি স্বাক্ষর নিশ্চিত করে বিদেশ গমন করা; ভিসা, কর্ম চুক্তিপত্র, নিয়োগকারী ও রিক্রুটিং এজেন্সির ঠিকানাসহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা।
বিজ্ঞপ্তিতে বিদেশ গমনের আগে গমনকারী দেশে অবস্থিত বা নিকটবর্তী বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নম্বর সংরক্ষণ এবং সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) প্রচারিত ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তার তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা বিএমইটির ওয়েবসাইট বা প্রবাসবন্ধু কল সেন্টার নম্বর ১৬১৩৫ থেকে যাচাই করতে বলা হয়েছে।
এএইচ
আরও পড়ুন