ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বিদেশ ভ্রমণ করতে চান, ভিসার খোঁজ করুন এই ওয়েবসাইটে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০১৭

বিদেশে অভিবাসন, পড়াশোনা, কাজ কিংবা ভ্রমণের ভিসার জন্য প্রতিবছর অনেকেই আবেদন করেন। ভিসা আবেদনে বহু কাঠখোড় পোহাতে হয়। সেই ভোগান্তি থেকে পরিত্রাণ পাওয়ারও উপায় আছে। বর্তমানে দরকারি সব তথ্যই পাওয়া জানা যায় অনলাইনে। ঠিকঠাক জেনে আবেদন করলে আর হয়রানির শিকার হতে হবে না।

যুক্তরাষ্ট্রে ভ্রমণ কিংবা ব্যবসার জন্য দুই ক্যাটাগরির ভিসা আছে—বি১ ও বি২। বি১ ব্যবসার কাজে, বি২ ভ্রমণের জন্য। এই ক্যাটাগরির ভিসা নিয়ে দেশটিতে কোনো কাজ, পড়াশোনা, এমনকি সাংবাদিকতাও করা যাবে না। আরো জানতে ক্লিক করুন—

https://travel.state.gov/content/visas/en/visit/visitor.html

যুক্তরাজ্যে ভ্রমণ কিংবা স্বল্প মেয়াদি ভিসার তথ্য জানা যাবে

www.gov.uk/browse/visas-immigration/tourist-short-stay-visas লিংক থেকে। ভারতের ভ্রমণ ভিসা পেতে হলে কী কী লাগবে, কোথায় কিভাবে আবেদন করতে হবে—জানা যাবে www.ivacbd.com সাইটে। থাইল্যান্ডের ভিসা পেতে আবেদন করতে হয় ভিএফএস গ্লোবালে (www.vfsglobal.com/Thailand/Bangladesh)।এ ছাড়া বিভিন্ন দেশে ভ্রমণের ওপর যাবতীয় সব তথ্য পাওয়া যাবে সাইটগুলোতে—

walkit.com

 

//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি