ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বিদেশগামীদের করোনা পরীক্ষা হবে টিবি হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ২ অক্টোবর ২০২২ | আপডেট: ২০:০৪, ২ অক্টোবর ২০২২

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার স্থান পরিবর্তন করা হচ্ছে। আগামী ৬ অক্টোবর থেকে তাদের করোনার নমুনা পরীক্ষা শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে হবে।

রোববার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর থেকে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে। এদিন থেকে আর্মি স্টেডিয়ামের পরিবর্তে শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে পরীক্ষা চালু হবে।

জানা গেছে, শুরুতে মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের করোনা ডেডিকেটেড হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দিতে হতো বিদেশগামী যাত্রীদের। এরপর স্বাস্থ্য অধিদপ্তর গত ৬ জুলাই আর্মি স্টেডিয়ামে করোনার নমুনা পরীক্ষার সুবিধা চালু করে। সরকারি ব্যবস্থায় যেকোনো বিদেশগামী বাংলাদেশি যাত্রী মাত্র ১০০ টাকায় এ সেবা নিতে পারেন।

ঢাকার বাইরেও সরকারি ব্যবস্থার অধীনে আরও ১৬টি জেলায় একই সেবা পাওয়া যায়। এ ছাড়া ৭০টি বেসরকারি ল্যাব আছে, যেখান থেকে ২ হাজার ৫০০ টাকায় একই দেওয়ার অনুমতি আছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি