ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদেশি অপারেটরের সঙ্গে ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বন্দরের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেনার টারমিনাল পরিচালনায় বিদেশি কন্টেইনার হ্যান্ডলিং অপারেটরের সঙ্গে বিগত সরকারের সম্পাদিত টেন্ডারবিহীন ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ আনোয়ার হোসেন।

বুধবার বাংলামার্ক কর্পোরেশনের সত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে এই আইনি নোটিশ পাঠান তিনি ।

এতে বলা হয়, বন্দরের কনটেইনার টারমিনালগুলো বন্দর নিজস্ব অর্থায়নে তৈরি করেছে। এসব টারমিনাল বিনা টেন্ডারে বিদেশিদের দিলে বাংলাদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাবে এবং প্রচুর লোক চাকরি হারাবে। 

এছাড়া চট্টগ্রাম বন্দরের আশপাশে নানা ধরনের স্পর্শকাতর স্থাপনার কথাও নোটিশে উল্লেখ করা হয়। 

উক্ত নোটিশে বিগত দিনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেনার টারমিনালসমূহের পরিচালনারত দেশীয় সক্ষম ও দক্ষ কন্টেনার হ্যান্ডলিং অপারেটর্সদের বঞ্চিত করে পাবলিক টেন্ডার ছাড়া গোপনে সম্পাদিত চুক্তির অতিসত্তর বাতিল চাওয়া হয়। 

এতে আহবান জানানো হয়, সরকার চাইলে বিদেশি বিনিয়োগকারী যেকোনো পক্ষকে নতুন বন্দর ও তৎসংশ্লিষ্ট সম্পূর্ণ নতুন স্থাপনা বিনির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের পাবলিক টেন্ডারের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানাতে পারেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি