ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদেশি ব্র্যান্ডের স্মার্টফোন কারখানা হচ্ছে বাংলাদেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

স্মার্টফোনের চাহিদার সম্ভাবনা বেড়ে যাওয়ায় দেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের স্মার্টফোন কারখানা স্থাপিত হচ্ছে। এতে সাশ্রয়ী মূল্যে হ্যান্ডসেট পাবেন গ্রাহকরা। ইতোমধ্যেই কারখানা স্থাপন করে উৎপাদন শুরুর পথে রয়েছে স্যামসাং।

জানা গেছে, আগামী মে থেকেই উৎপাদন শুরু করবে স্যামসাং এবং আন্তর্জাতিক ব্র্যান্ড ট্রানসন লিমিটেড টেকনো ব্র্যান্ডের উৎপাদন শুরু করবে আগামী জুনে। এছাড়া স্থানীয় ব্র্যান্ড ওয়ালটন এরইমধ্যে উৎপাদন শুরু করে দিয়েছে।

তথ্যপ্রযুক্তি গবেষক লার্ন এশিয়ার সিনিয়র ফেলো আবু সাঈদ খান বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের মোবাইল ফোন উৎপাদনের অর্থ হচ্ছে বিদেশ থেকে বিনিয়োগ আসা। তথ্যপ্রযুক্তি খাতে যত বেশি বিদেশি বিনিয়োগ হবে, ততো বেশি দক্ষ জনবল তৈরিসহ প্রকৌশল ও ব্যবস্থাপনায় উন্নত জনশক্তি তৈরি হবে। আর এটি দেশের জন্য খুব প্রয়োজন বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, চীনের আন্তর্জাতিক ব্র্যান্ড হুয়াওয়ে, অপো কিংবা ভিভোসহ অন্যান্য আন্তর্জাতিক ব্র্যন্ডের দেশে কারখানা স্থাপনের কোনো পরিকল্পনার কথা জানা যায়নি।

সূত্র : টেকওর্য়াল্ড।

একে// এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি