ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদেশি মদসহ মাদককারবারী আটক

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

মোংলায় ২৯ বোতল বিদেশি মদসহ চিহ্নিত এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শামসুর রহমান সড়কের মাদককারবারী আব্দুর রহিমের (৫৫) ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ সময় তার ঘর থেকে ২৯বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আর ঘটনাস্থল থেকেই আটক করা হয় তাকে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি