ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বিদেশে ‘পাচার’ দুই লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে চায় সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৪

বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে দুই লাখ কোটি টাকা বিদেশে সরিয়ে নিয়েছে কিনা তদন্ত করছে নতুন প্রশাসন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ-সম্পদের হদিস পেতে সে দেশের সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, কর্তৃপক্ষ ধারণা করছে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে সাবেক আওয়ামী লীগ সরকারের সহযোগীরা সম্পদ গড়েছেন। যুক্তরাজ্য ছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে সম্পদ গড়ে তোলা হয়েছে বলেও মনে করছে প্রশাসন। 

তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার ‘বেশ সহায়তা’ করছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন। তারা অনেক কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। এ সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কেনা ১৫ কোটি পাউন্ডের সম্পত্তির অর্থের উৎস সম্পর্কে জানতে চেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা। কিন্তু বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে— সে বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি।

ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে আরও জানায়, অর্থ পাচারের অভিযোগগুলো যুক্তরাজ্যের স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকারের জন্য কিছুটা হলেও অস্বস্তিকর হতে পারে। শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক লেবার সরকারের সিটি মিনিস্টার। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত করা হয়নি যে টিউলিপ সিদ্দিক এসব অপকর্মের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি