ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

বিদেশে রফতানি হচ্ছে চট্টগ্রামের আলু (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৩, ১৭ মে ২০১৯

বিদেশে রফতানি হচ্ছে চট্টগ্রামের আলু। চাহিদা বাড়ায় বেড়েছে উৎপাদনও। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রফতানি আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

মধ্যপ্রাচ্যের পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা ও রাশিয়ায় রফতানি হচ্ছে চট্টগ্রামের আলু। এ অঞ্চলের মাটি আলু চাষের উপযোগী হওয়ায় এবং চাহিদা থাকায়, কৃষকরাও আগ্রহী হচ্ছেন আলু চাষে। সব কারণেই বেড়েছে উৎপাদন।

ইতিমধ্যে চলতি অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ৩০ হাজার মেট্রিক টন আলু রফতানি হওয়ার কথা জানান বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চট্টগ্রামের পাশাপাশি দেশজুড়ে আলু উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা গেলে, বিদেশে রফতানি করে বিপুল

পরিমাণ বৈদেশিক মুদ্রা আর্জন করা সম্ভব বলে মনে করেছেন আলু রফতানীর সঙ্গে জড়িতরা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি