ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিদ্যুৎ খাতে ৩৩ হাজার ৮২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১ জুন ২০২৩ | আপডেট: ১৯:২৯, ১ জুন ২০২৩

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতে ৩৩ হাজার ৮২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ২৪ হাজার ১৯৬ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ২৫ হাজার ২৮৮ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, “আগামী অর্থবছরে বিদ্যুৎ খাতে ৩৩ হাজার ৮২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৪ হাজার ১৯৬ কোটি টাকা।”

তিনি আরো বলেন, বিদ্যুৎ খাতের জন্য উন্নয়ন ব্যয় হিসেবে ৩৩ হাজার ৭৭৫ কোটি  এবং অনুন্নয়ন ব্যয় হিসেবে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

সূত্র:বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি