ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদ্যুৎ বিল কমানোর ৫ উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আমাদের মাসিক খরচের অনেক বড় একটা অংশ চলে যায় বিদ্যুৎ বিলের পেছনে।  অনেক সময় আমাদের কিছু গাফিলতির কারণে বাড়তে থাকে বিল। তবে বিদ্যুৎ ব্যবহার কমালে আসলে পরিবেশেরও অনেকটা উপকার হয়ে যায়। দেখে নিন বিদ্যুৎ বিল কমানোর সবচাইতে ভালো কিছু উপায়-

১. রান্না করার সময় বার বার ওভেনের দরজা খুলবেন না। বাইরে থেকেই দেখে বোঝার চেষ্টা করুন। কারণ দরজা খুললে তাপমাত্রা কমে যাওয়ায় আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে ওভেন বেশি বিদ্যুৎ ব্যয় হয়।

২. ঘরের বাইরে থাকলে বা অপ্রয়োজনে আলো, পাখা চালিয়ে রাখবেন না।

৩. ইস্ত্রি ব্যবহার না করলে প্লাগ খুলে রাখুন। কারণ প্লাগ না খুলে সুইচ বন্ধ রাখলেও কিছুটা বিদ্যুৎ খরচ হয়। 

৪. কম্পিউটার ব্যবহার না করলে চালু রাখবেন না। বন্ধ করে রাখুন অথবা স্লিপ মোডে রাখুন। এতে বিদ্যুৎ কম খরচ হবে। 

৫. অপ্রয়োজনে এসি চালাবেন না। এর পরিবর্তে পাখা চালান। ফলে খরচ অনেক কমে যাবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি