ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে ১৩শ কোটি টাকার প্রকল্প নিয়েছে একনেক

প্রকাশিত : ১৪:৩৬, ২১ জুন ২০১৬ | আপডেট: ১৪:৩৬, ২১ জুন ২০১৬

খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরের পশ্চিম অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে প্রায় ১৩শ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এছাড়া সরকারী মোবাইল ফোন অপোরেটর কোম্পানি টেলিটক-এ  থ্রিজি- টুজির সম্প্রসারণে ৬৭৫ কোটি টাকার প্রকল্পেরও অনুমোদন দেয় হয়। এছাড়া নর্থবেঙ্গল চিনিকলে কো-জেনারেশন পদ্ধতি বিদ্যুৎ উৎপাদন এবং হবিগঞ্জ ও টেকনাফে সড়ক নির্মানসহ পাঁচ প্রকল্পের জন্যে ২ হাজার ৪৫৪ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দেয়া হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি