ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিদ্যুৎস্পৃষ্টে ৬ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১৬, ৮ সেপ্টেম্বর ২০১৭

নরসিংদীর রায়পুরা উপজেলার গকুলনগরে গতকাল বুধবার বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার সাইরুল ইসলাম।

এদিকে নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পারিবারিকভাবে তাদের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রায়পুরার গকুলনগরে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা ব্র‏হ্মণবাড়ীয়ার আশুগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীর বাসিন্দা।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি