ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদ্রোহ করলেই বহিষ্কার: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১২:৩৯, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে দলীয় কোনো নেতা বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গেই তাকে বহিষ্কার করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার গণভবনে তৃণমূল আওয়ামী লীগের সভায় ওবায়দুল কাদের এ হুশিয়ারি উচ্চারণ করেন। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় সেতুমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে বলেন, ‘নমিনেশন পাওয়ার অধিকার সবার আছে। কিন্তু নিজের লোকের বিরুদ্ধে নিজেরা বিষেদগার করবেন, সেই প্র্যাক্টিস এবার সহ্য করা হবে না। বিদ্রোহ করলেই বহিষ্কার করা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সসময় বলেন, জনমতে যারা এগিয়ে থাকবে তারাই মনোনয়ন পাবেন। নেত্রীর মন বিশাল। বঙ্গবন্ধুর মতো গভীর। তিনি অনেক ক্ষমা করেছেন। কিন্তু আগামী নির্বাচনে যারা বিরোধীতা করবে তাদের ক্ষমা করা হবে না। বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হবে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি