বিদ্রোহীদের দমন করতে না পারলে সিরিয়ায় যুদ্ধবিরতি কাজে আসবে না
প্রকাশিত : ১৬:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ২৮ মার্চ ২০১৭
বিদ্রোহীদের দমন করতে না পারলে সিরিয়ায় যুদ্ধবিরতি কাজে আসবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জাতিসংঘে সংবাদ সম্মেলনে এ’কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্মিলিতভাবে সিরিয়ায় সহিংসতা বন্ধের পরিকল্পনা করছে বলেও জানান ল্যাভরভ। এদিকে, আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। বেশ কয়েকটি সংগঠন জানিয়েছে, এ’সব হামলায় ৯১ জন নিহত হয়েছে।
আরও পড়ুন