বিনা অপরাধে কারাগারে থাকা আসামিদের ক্ষতিপূরণের জন্য আইন
প্রকাশিত : ১৯:৩২, ১৮ এপ্রিল ২০১৭
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2017April/vlcsnap-2017-04-18-19h31m33s30620170418083210.png)
বিনা অপরাধে দীর্ঘ সময় কারাগারে থাকা আসামিদের মুক্তির পর ক্ষতিপূরণের জন্য সুর্নিদিষ্ট আইন থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম।
সুপ্রিম কোর্ট কনফারেন্স কক্ষে লিগ্যাল এইড কমিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিচারপতি বলেন, দীর্ঘদিন কারাগারে থাকার পর তারা পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে। এর মধ্যে অনেকেই রয়েছে যারা চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হন। এ ধরনের ব্যক্তিদের পুনর্বাসন বিষয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়ন প্রয়োজন। এ পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস ৫৫৫টি মামলার মধ্যে ২৯৮টি মামলার নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন