ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৮৪২ যাত্রীর জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১৪ জানুয়ারি ২০১৮

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৮৪২ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ১০টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। পরে সন্ধ্যা ৭টায় রেলওয়ে কর্তৃপক্ষ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

ভৈরব রেলওয়ে পুলিশ, নিরাপত্তা সদস্য, টিকিট কালেক্টরের ৫০ জন বাহিনী ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার অমৃত লাল দাস জানিয়েছেন, ট্রেনে বিনা টিকিটে রেলভ্রমণ নিরুৎসাহী করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি