ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিনা বেতনে মেসিদের দায়িত্ব নিতে চান ম্যারাডোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৪ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:১৪, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ৮ বছর আগে আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়েছিলেন। আবারো জাতীয় দলের ডাগআউটে ফিরতে চান আর্জেন্টাইন এই কিংবদন্তি। কোনো ধরণের পারিশ্রমিক ছাড়াই মেসিদের কোচ হতে রাজি দিয়েগো ম্যারাডোনা।

এদিকে কোচ হোর্হে সাম্পাওলির তুমুল সমালোচনা করেছেন আর্জেন্টাইন ফুটবলের এই কিংবদন্তি। ভেনেজুয়েলার একটি টিভি চ্যানেলে ম্যারাডোনা বলেন, ‘হ্যাঁ, আমি বিনা বেতনে এটি করতে পারি। এখনো কোচ হিসেবে ফেরার ব্যাপারে কিছু বলিনি।’ শেষ ষোলোতে আর্জেন্টিনার বিদায়ে ব্যথিত ম্যারাডোনা বলেন, ‘আমি খুব কষ্ট পেয়েছি। অনেক প্রচেষ্টায় সবকিছু গড়ে তোলার পর সহজেই তা ধ্বংস করেছি আমরা।’

২০২২ বিশ্বকাপে শিরোপার দাবিদার হতে হলে পাড়ি দিতে হবে আরেকটি বাছাইপর্বের বাধা। এবার বাছাইপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে চূড়ান্ত পর্বের টিকিট কাটে গত আসরের রানার্সআপ আর্জেন্টিনা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি