ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিনামূল্যে বাংলাদেশকে ১ লাখ ডোজ ভ্যাকসিন দিবে চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ১১ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের ১ লাখ ডোজ বিনা মূল্যে দিচ্ছে চীন। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের নিয়ামক হিসেবে কাজে লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে এ ভ্যাকসিন দিবে চীন। খবর নিউ ইয়র্ক টাইমস’র। 

জানা যায়, বাংলাদেশের রাজধানী ঢাকায় ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীকে নিয়ে ট্রায়াল চালাবে চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্সকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলছে, চীনা কোম্পানিটি বাংলাদেশকে ১ লাখ ১০ হাজার ফ্রি ভ্যাকসিন ডোজ দিতে রাজি হয়েছে।

করোনার ভ্যাকসিনের দৌড়ে এখন পর্যন্ত চীন-রাশিয়া সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে। যদিও ‘স্পুটনিক ভি’ নামের রাশিয়ার ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল এখনও শেষ হয়নি।

অন্যদিকে চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের পরীক্ষায় আছে। পৃথিবীর অন্য কোন দেশ এত ভ্যাকসিন ৩য় ধাপের ট্রায়ালে নিতে পারেনি। 

ইতিমধ্যে সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়ালের জন্য আইসিডিডিআরবি’কে অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে দেশে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করা হবে বলে বলছে সংস্থাটি। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি