ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিনামূল্যে ৪০ দিন চিকিৎসা দিচ্ছে যশোর আদ-দ্বীন হাসপাতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৩ এপ্রিল ২০২৩ | আপডেট: ১০:৪৮, ৩ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

চল্লিশ দিন বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে যশোরে ৫শ’ শয্যার আদ্-দ্বীন- মেডিকেল কলেজ হাসপাতালে। 

১১ মার্চ যশোরে ৫০০ শয্যার উদ্বোধন হয় আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। এ উপলক্ষ্যে ৪০ দিনের জন্য ১০ টাকার টিকেট কাটার পর চিকিৎসার যাবতীয় খরচ করছে প্রতিষ্ঠানটি। 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা দেয়ার কথা চিন্তা করে যশোর শহরতলীর পুলেরহাটে নির্মিত হয়েছে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ৫শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল। নবনির্মিত ১১ তলার অত্যাধুনিক ভবনটিতে  এরইমধ্যে বসানো হয়েছে আধুনিক চিকিৎসার বিভিন্ন যন্ত্রাপাতি।

সাধারণ মানুষের স্বল্পমূল্যে জটিল রোগের চিকিৎসা সেবা প্রদানের জন্য উন্নত দেশের আদলে এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে বলে দাবি করেছেন আদ দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল।

আশির দশকে যশোরে প্রথম প্রতিষ্ঠিত হয় আদ-দ্বীন হাসপাতাল। জেলা শহর ছাড়িয়ে প্রতিষ্ঠানটি প্রসারিত হয় বিভাগীয় শহর খুলনা ও ঢাকায়। 

২০১২ সালে যশোরে প্রতিষ্ঠিত হয় আদ-দ্বীন মেডিকেল কলেজ। সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভর্তি রোগী ও তাদের স্বজনরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি