ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল (ভিডিও)

প্রকাশিত : ১৬:৪৯, ৮ জুন ২০১৯

ঈদ আনন্দ উপভোগ করতে পর্যটকের ঢল নেমেছে সিলেটের জাফলং, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকোপার্ক এবং নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়েসী পর্যটকের পদচারনায় মুখর স্পটগুলো। পর্যটকদের নিরাপত্তায় আইনশৃংখলাবাহিনীও রয়েছে সর্তক।

ঈদের দিন থেকে সিলেটের জাফলংয়ে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক। গোটা জাফলং এখন তাদের কোলাহলে মুখর। পিয়াইনের স্বচ্ছ, শীতল জলে গা ভাসিয়ে নিচ্ছেন প্রশান্তির ছোয়া।

সাতার না জানার কারনে পিয়াইনের জলে কেউ যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে সতর্ক আছে প্রশাসন।

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকোপার্কেও দর্শনার্থীদের ভীড়। খুব কাছ থেকে বঙ্গবন্ধু সেতু ও যমুনাপাড় দেখা এবং সবুজ বৃক্ষরাজির ছায়ায় মুক্ত বাতাসের আলিঙ্গনে মুগ্ধ দর্শনার্থীরা।

একই চিত্র নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। বিভিন্ন রাইডস উপভোগ করে আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা।

নটিক্যাসেল, জাম্পিং হর্স,লাফারকিং,আইসপাহাড়, অত্যাধুনিক সুইমিংপুলসহ মজার সব রাইডে আনন্দ উপভোগ করছে শিশুরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি