ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপনীবিতানের সাথে সিনেপ্লেক্স নির্মাণ বাধ্যতামূলক করার আহ্ববান

প্রকাশিত : ১৬:০১, ৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:০১, ৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Film dayভবিষ্যতে প্রতিটি বড় বড় শপিংমল বা বিপনীবিতানের সাথে সিনেপ্লেক্স নির্মাণ বাধ্যতামূলক করার আহ্ববান জানিয়েছেন সাংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর । সকালে জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধী অনুষ্ঠানে তিনি একথা বলেন । মন্ত্রী জানান  দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে সরকার । অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ডিজিটাল চলচ্চিত্র সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেয় । সেই লক্ষ্যে তাই এরই মধ্যে বিএফডিসিকে আধুকায়ন চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এমপি, তথ্য সচিব মরতুজা আহমেদ, উদযাপন কমিটির চেয়ারম্যান নায়করাজ রাজ্জাক, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি