ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫

‘বিপিএম পিপিএম হওয়ার জন্য জঙ্গি নাটক সাজিয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএম পিপিএম হওয়ার জন্য পুলিশ জঙ্গি নাটক সাজিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের মোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘হৃদয়ে জুলাই ৩৬’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, জার্মানে এক ভদ্র মহিলা এবং বাংলাদেশের এক সাংবাদিক, ওনারা দুইজন মিলে এই বিষয় নিয়ে গভীর এবং ভালো একটি গবেষণা করেছেন। মেয়েদের ক্ষেত্রে যে সব কেস দেখা গেছে, তার মধ্যে গবেষণা করে দেখা যাচ্ছে, এর ৮০ শতাংশ কেস ভুয়া। অনেক পুলিশ সদস্য ঢাকায় ট্রান্সফার হওয়ার জন্য এসব জঙ্গি নাটক সাজিয়েছে।

প্রেস সচিব বলেন, আমাদের যারা গবেষণা করেন, তাদের এসব নিয়ে কাজ করা উচিত। শেখ হাসিনা পুরো ১৫ বছর ধরে কী কী করেছেন এবং যে অন্যায়-অবিচার হয়েছে, তা নিয়ে লিখতে হবে। খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে রেখেছে, তার বাড়ির রাস্তা আটকে রেখেছে, তাকে হেয় করা হয়েছে, টিভিতে হাসাহাসি করা হয়েছে।
তিনি বলেন, জুলাই-অগাস্টে যারা মারা গেছেন, অথবা ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যা ঘটেছে, তার কোনটাই যেন আমরা না ভুলি। তাঁদের ভুলে যাওয়া মানে হচ্ছে স্বৈরাচারকে আশকারা দেওয়া।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ‘হৃদয়ে জুলাই ৩৬’ বইয়ের লেখক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, প্রকাশকসহ আরও অনেকে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি