ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিপিএল ঘিরে সংশয়, সিদ্ধান্ত ২১ ডিসেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ১৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:৩০, ১৮ ডিসেম্বর ২০২১

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আসন্ন এ আসরের রূপরেখা প্রণয়নের আগেই বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ ও সংশয় দেখা দিয়েছে। যা নিয়ে ২১ ডিসেম্বর সিদ্ধান্ত হবে বলেই জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

দেশীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় লিগ বিপিএলে বিদেশি ক্রিকেটার ছাড়াও মূল আকর্ষণ হিসেবে থাকেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে টেস্ট দলের সঙ্গে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এখন নিউজিল্যান্ড সফরে। সেখানে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে তবেই তাদেরকে নামতে হবে বিপিএলের ময়দানে। আবার বিপিএলের পরপরই রয়েছে আফগানিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফর।

এরকম একটানা খেলা থাকায় ক্রিকেটারদের মানসিক ক্লান্তি ও অবসাদের বিষয়টি তাই ভাবিয়ে তুলেছে বিসিবিকে। যে কারণে এবারের বিপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার কথা ভাবছে বলেই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার বিসিবি কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘আসন্ন বিপিএলকে ঘিরে দুইটা ইস্যু আছে। একটা- নিউজিল্যান্ড সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিপিএলের সঙ্গে যার তুলনা হয় না। আর আফগানিস্তান দল আসবে- ওটাও ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। বিপিএলটা আবার সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ।’

এমনই পরিস্থিতিতে বিপিএলে দলের সংখ্যা কমানো যায় কিনা, সূচি আরও আঁটসাঁট করা যায় কিনা, ভেন্যু কমানো যায় কি না- এসবই ভাবছে বোর্ড কর্তারা।

নাজমুল হাসান জানান, ‘আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমনও হতে পারে- যারা ওখানে আছে ওদেরকে বাদ দিয়েই বিপিএল শুরু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর ২-৪ দিনের বিরতি দেয়া হবে। তার পরেই যোগ দিবে তাঁরা এবং পুরো পারিশ্রমিকই পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তাও পরিশোধ করবে। এমনটাই যে করব- তা বলিনি, তবে এমন সুযোগ আছে।’

পাপন আরও বলেন, ‘৩টা ভেন্যুর জন্য ৬ দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা ২ দিন বাঁচাতে পারি। আর ছয়ের জায়গায় পাঁচটি দল করলে আমরা ৪-৫ দিন সময় হাতে পাব। এসব বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্তে বসার পর সবকিছু জানাতে পারব। বিপিএল কীভাবে করব এটাও আমরা ২১ তারিখেই সিদ্ধান্ত নিব।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি