ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিপিএল নিলাম: মুশফিক এবার চট্টগ্রামে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২৮ অক্টোবর ২০১৮

রাজধানীর হোটেল রেডিসনের বলরুমে রোববার শুরু হয়েছে বিপিএল নিলাম। বিপিএলে প্লেয়ার ড্রাফট শুরুর আগেই একদফা নাটক হয়ে গিয়েছিলো বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে নিয়ে। তবে শেষ পর্যন্ত উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে চিটাগং ভাইকিংস। তারকা ক্রিকেটারকে নিলামে ৭৫ লাখ টাকায় দলে টেনেছে চিটাগং।

গত আসরে রাজশাহী কিংস দলে ছিলেন মুশফিক। সেই রাজশাহী এবার মোস্তাফিজকে নিয়েছে আইকন হিসেবে। ছেড়ে দিয়েছে মুশফিককে। কোনও দলের সঙ্গে বনিবনা না হওয়ায় প্লেয়ার ড্রাফটে উঠতে হয়েছে তাকে।

বিদেশি ৩৬৫ ক্রিকেটার আছেন এবার ড্রাফটে। সবচেয়ে বেশি ৮১ জন খেলোয়াড় থাকছেন ইংল্যান্ডের।

ছয় দলের ধরে রাখা খেলোয়াড় তালিকা-

রংপুর রাইডার্স

মাশরাফি বিন মর্তুজা (আইকন), ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন।

ঢাকা ডায়নামাইটস

সাকিব আল হাসান (আইকন), সুনীল নারাইন, রভম্যান পাওয়েল ও কাইরন পোলার্ড।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, শোয়েব মালিক ও মোহাম্মদ সাইফউদ্দিন।

খুলনা টাইটান্স

মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েইট ও আরিফুল হক।

রাজশাহী কিংস

মোস্তাফিজুর রহমান (আইকন), মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান ও মুমিনুল হক।

সিলেট সিক্সার্স

লিটন দাস (আইকন), সাব্বির রহমান, নাসির হোসেন ও সোহেল তানভীর।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি