ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএল: হার দিয়ে টুর্নামেন্ট শেষ ঢাকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের শেষ ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ করেছে ঢাকা ডমিনেটরস। স্বল্প পুঁজির লক্ষ্য পেয়েও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ ১৫ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

ফলে টুর্নামেন্টে তিন জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকেই বিপিএল শেষ করলো নাসির হোসেনের দল।
বিপিএলের ৩৭তম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১১৮ রান তুলতে সক্ষম হয় চট্টগ্রাম।

জবাবে ৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ তুলতে পারে ঢাকা। ফলে ১৫ রানে ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম।  

লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। ওপেনার আব্দুল্লাহ আল মামুন ফেরেন ২ রান করে। আরেক ওপেনার সৌম্য সরকার অবশ্য ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন।

তবে ১৬ বলে ৩ চারে ২১ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। এরপর তিনে নামা আরিফুল হকের ব্যাট থেকে আসে ৭ রান। ৩৯ রান তুলতেই প্রথম ৩ উইকেট হারায় ঢাকা।

চাপের মুখে ঢাকার ইনিংসের হাল ধরেন নাসির হোসেন ও অ্যালেক্স ব্লেক। তবে তাদের রান তোলার গতি ছিল মন্থর। ব্লেক ১৩ বলে ১৩ রান করে ফিরলে ভাঙে এই জুটি। তবে জয় থেকে তখন খুব বেশি দূরে ছিল না ঢাকা।

২৫ বলে যখন মাত্র ৩১ রান দরকার, ওই সময় কুর্তিস ক্যাম্পারের বল নাসিরের ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। দৌড়ে বিপরীত দিক থেকে আসা বল ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় তালুবন্দি করেন মেহেদি মারুফ।  

শেষ ২৪ বলে মাত্র ৩১ রানের লক্ষ্য দাঁড়ায় ঢাকার সামনে। কিন্তু সাতে নেমে ব্যর্থ হয়ে ফেরেন আমির হামজা (১)। রানের গতিও যায় কমে। এরপর শেষ ১২ বলে ২৩ রান দরকার ছিল ঢাকার। মৃত্যুঞ্জয়ের করা ইনিংসের ১৯তম ওভারে লোয়ার অর্ডারে নামা শরিফুল ইসলাম (৩) ও শেষ স্বীকৃত ব্যাটার জাহিদুজ্জামান (১৮) ফিরে গেলে ম্যাচ থেকেই প্রায় ছিটকে যায় নাসিরের দল।

শেষ ওভারে প্রয়োজনীয় ১৯ রান তোলা তো দূরের কথা, ২ রান সংগ্রহ করে আরও এক উইকেট হারিয়ে ফেলে ঢাকা।

বল হাতে ৩টি উইকেট নেন কুর্তিস এবং ২টি করে উইকেট গেছে মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমানের দখলে। এছাড়া ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন শুভাগত হোম ও নিহাদুজ্জামান।

এর আগে টসে জিতে আগে ব্যাট করে আরাফাত সানির ঘূর্ণিতে মাত্র ২৮ রানেই ৫ উইকেট হারিয়েছিল শুভাগত হোমের দল। এরপর ৪১ রানের জুটি গড়েন উসমান খান ও কুর্তিস ক্যাম্ফার। উসমান খেলেন ২৯ বলে ৩০ রানের ইনিংস, আর কুর্তিস আউট হন ১১ রানে।

শেষ দিকে ২০ বলে অপরাজিত ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে চট্টগ্রামের স্কোরটাকে ১১৮-তে নিয়ে যান জিয়াউর রহমান।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি