ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বিপিএলে চারবারের চ্যাম্পিয়ন ‘এমপি’ মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:১৫, ৫ জানুয়ারি ২০১৯

শীতের আমেজে আজ শনিবার থেকে শুরু হয়েছে বিপিএল-এর ষষ্ঠ পর্ব। উদ্বোধনী দিনে রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নামছে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার রংপুর। যেখানে তাদের প্রতিপক্ষ মুশফিকের চিটাগং।

এ পর্যন্ত চারটি শিরোপা জিতেছেন বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি। আর ক’দিন আগেই সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইল এক্সপ্রেস। কিন্তু নির্বাচনের ব্যস্ততা শেষ না হতেই মাঠের লড়াইয়ে ফিরতে হচ্ছে তাকে। মাশরাফিই পৃথিবীর একমাত্র ব্যক্তি, যিনি একসঙ্গে চলমান সাংসদ এবং ক্রিকেটার।

তবে নামের সঙ্গে সাংসদ যুক্ত হলেও এবার সেই পরিচয় সাময়িক সময়ের জন্য সরিয়ে রেখে ক্রিকেটার পরিচয়কে সঙ্গী করেই মাঠে নামতে চান তারকা ক্রিকেটার।

তবে মাঠের বাইরে তার পরিচয় যাই হোক না কেন, মাঠে তিনি শুধুই ক্রিকেটার। এখন তার নজর পুরোপুরি খেলার মাঠে নিবদ্ধ। তাই খেলায় পুরো মনোযোগ দিতে সবাইকে তার রাজনৈতিক পরিচয় নয়, বরং ক্রিকেটার হিসেবে দেখতে অনুরোধ জানিয়েছেন মাশরাফি। বলেছেন, সাংসদ হিসেবে নয়, আমি মাঠের মানুষ। আমি একজন ক্রিকেটার। নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চাই। ক্রিকেট খেলেই আমি এতদূর এসেছি। তাই ক্রিকেট মাঠে নিজেকে ক্রিকেটার ব্যতীত কিছু ভাবতে চাই না। আমি সাংসদ হয়েছি, এর সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই।

গতকাল শুক্রবার অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় এ সব কথা বলেন রংপুর রাইডার্স দলপতি।

মাশরাফির দল বর্তমান চ্যাম্পিয়ন। এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছে তারা। আর মাশরাফি তো বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। পাঁচ আসরের চারবারই শিরোপা জেতার স্বাদ পেয়েছেন তিনি। ফলে এবারও শিরোপা জেতার সম্ভাবনা রংপুর রাইডার্সেরই বেশি। তবে মাশরাফি ঠিক এমনভাবে ভাবতে চাইছেন না। তিনি বরং চাইছেন শুরুটা ভালো করতে।

মাশরাফি জানান, এবার আমাদের দলটা ভালো, ভারসাম্যপূর্ণ। বোলিং সাইডটা একটু ঠিক রাখতে হবে। আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি, এটার একটা এক্সপেক্টেশন তো আছে।

তবে শক্তিমত্তার বিচারে চিটাগাংয়ের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে মাঠের লড়াইয়ে নামলে যে কোনও সময় হিসেব পাল্টে যেতে পারে, তাই সতর্ক মাশরাফি।

নড়াইল এক্সপ্রেস বলেন, গতবার ছাড়া প্রতিবারই আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি এই চাপ নিয়ে টুর্নামেন্ট শুরু করতে হয়েছে। কিন্তু এই সংস্করণে ভালো দল গুছিয়েও চ্যাম্পিয়ন হওয়ার নিশ্চয়তা নেই। তবে খুব ভালোভাবে শুরু করতে হবে। আবার খারাপও হতে পারে।

তবে মাশরাফি জানান, তার কাছে সাফল্যের একটা অন্যতম শর্ত হলো দলীয় বন্ধন। ভিন্ন ভিন্ন দেশ ও অঞ্চল থেকে খেলোয়াড় আসছেন। এক সঙ্গে থাকা, এক সঙ্গে সবকিছু করা। সবার মধ্যে অটুট বন্ধনটা এখানে খুবই জরুরি।

এ দিকে, এবার দলে এবি ডি ভিলিয়ার্স যুক্ত হয়েছেন। এছাড়া ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল আর ইংলিশ তারকা অ্যালেক্স হেলসের মতো বিশ্ব কাঁপানো ব্যাটসম্যান আছেন। দল যে অনেক ভারসাম্যপূর্ণ হয়েছে সেটা মানলেও অতি আত্মবিশাসী হতে চান না মাশরাফি। তার কাছে প্রতিটি টুর্নামেন্ট মানেই নতুন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে জয়ী হতে চান তিনিও। তবে আপাতত তার নজর চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ম্যাচটিতেই।

রংপুর রাইডার্সের দলে এবার মাঠে নামছে-মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাফিদ চৌধুরী, আবুল হাসান, ফারদিন হোসেন, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যাল্সে হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস ও শেলডন কটরেল।  

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি