ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ৯ জুলাই ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আগামী আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন ওপেনার তামিম ইকবাল। 

বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে শনিবার এ কথা জানানো হয়েছে। 

বরিশাল দলের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তামিমের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে।

সম্প্রতি বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এজন্য সিনিয়র ক্রিকেটারদের দলে নিতে মরিয়া বরিশাল।

গত মৌসুমে ইনজুরির কারণে খুলনা টাইগার্সের হয়ে টুর্নামেন্টে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তামিম।

বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর পরবর্তী বিপিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি