ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বিপিএলে ফের ফিক্সিংয়ের প্রস্তাব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ১২ জানুয়ারি ২০২৩

২০১৩ সালের শুরুতে শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেন মোহাম্মদ আশরাফুল। সেই সফরে টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি প্রায় পেয়েই গেছিলেন সাবেক অধিনায়ক। কিন্তু রঙ্গনা হেরাথের শিকার হয়ে সেই ম্যাজিকাল ফিগার স্পর্শ করা হয়নি দেশের ক্রিকেটের প্রথম এই সুপারস্টারের।

এর কিছুদিন পরেই বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে আশরাফুলের বিরুদ্ধে। দীর্ঘ তদন্তের পর সে অভিযোগের সত্যতাও মেলে। এজন্য ২০১৪ সালে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

ওই ঘটনার পর ফিক্সিং নিয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। কোটি টাকার এই টুর্নামেন্ট যেন কলঙ্কিত না হয়, সেজন্য বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়। 

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশীয় ক্রিকেটের সবচেয়ে এই জাকজমক লিগ থেকে বাজিকরদের দৌরাত্ব্য পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। সর্বশেষ সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষের দেওয়া তথ্য তারই ইঙ্গিত দিচ্ছে।

চলতি বিপিএলের নবম আসরের ঢাকা পর্ব শেষে টেবিলের শীর্ষে অবস্থান করছে মাশরাফি-মুশফিকদের দল। চার ম্যাচে শতভাগ জয় পেয়ে স্ট্রাইক ধরে রেখেছে সিলেট। দেশের উত্তর পূর্বের এই ফ্র্যাঞ্চাইজিকেই কিনা দেওয়া হয়েছে ফিক্সিংয়ের প্রস্তাব। 

তবে নিয়ম অনুযায়ী, বিলম্ব না করে বিষয়টি কতৃপক্ষকে অবহিত করেছে সিলেট দল। যদিও কে বা কারা এই ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

গণমাধ্যমকে সিলেটে স্ট্রাইকার্স ফ্রাঞ্চাইজির স্বত্বাধিকারী সারোয়ার চৌধুরী বলেন, ‘এটা স্বাভাবিক হতে পারে। ফিক্সিংয়ের প্রস্তাব পেলে জানাতে হয়। আমরাও তাই করেছি। এটা আমাদের দায়িত্ব। আত্মতৃপ্তির কিছু নেই।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি