ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিপিএলে বিজয়ের মাইলফলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ১৮ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল একটি মাইলফলক স্পর্শ করেছেন চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যান এনামুল হক বিজয়। খুলনার বিপক্ষে গতকালের ম্যাচে ৬২ রানের ইনিংস খেলার পথে পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিপিএলে এক হাজার রান পূর্ণ করেছেন তিনি।

গতকাল মাঠে নামার আগে হাজার রান থেকে ৩৮ রান দূরে ছিলেন বিজয়। ম্যাচের নবম ওভারে কার্লোস ব্র্যাথওয়েটের বলে এক রান নিয়ে বিপিএলে এক হাজারি ক্লাবের সদস্য হন এই ডানহাতি। এর আগে মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও তামিম ইকবাল বিপিএলে হাজার রান করেছেন।

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি