ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

বিপিএলে সাকিবের নতুন মাইলফলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ২০ জানুয়ারি ২০২৩

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

পঞ্চম ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিপিএলের ১৮তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের অধিনায়ক। 

এদিন ৪৩ বলের ইনিংসে ৯টি চার ও ৬টি ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

সাকিবের আগে বিপিএলে ২ হাজার রান করেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। 
৯২ ম্যাচের ৯০ ইনিংসে ১১টি হাফ-সেঞ্চুরিতে এখন সাকিবের রান ২০১২। 

বিপিএলে ২ হাজার রান করা ব্যাটার:

ব্যাটার ম্যাচ ইনিংস রান
তামিম ইকবাল ৮৩ ৮২ ২৭৩৭
মুশফিকুর রহিম ১০২ ৯৬ ২৬৩১
মাহমুদুল্লাহ রিয়াদ ৯৬ ৯০ ২১১৯
ইমরুল কায়েস ৯৮ ৯৭ ২১০১
সাকিব আল হাসান ৯২ ৯০ ২০১২

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি