ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিপিএলের পর্দা উঠছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৪ নভেম্বর ২০১৭

পুণ্যভুমি সিলেটে আজ পর্দা উঠছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। বিপিএলের পঞ্চম আসর এটি। এর আগে চারটি আসর ঢাকায় শুরু হলেও প্রথমবারের মতো ঢাকার বাইরে শুরু হতে যাচ্ছে বিপিএল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজই মাঠে নামছে চারটি দল। উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটাই বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস খেলেবে স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে। সন্ধ্যা সোয়া সাতটায় দিনের অপর ম্যাচে রংপুর রাইডার্স মুখোমুখি হবে গতরারের রানারআপ রাজশাহী কিংসের।

ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের ম্যাচের মধ্য দিয়ে আজকেই বিপিএলে অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এর আগে বিজয় দিবস টি-২০, টি-২০ বিশ্বকাপের মতো আলোচিত আসর আয়োজন করলেও বিপিএলে ভেন্যু হিসেবে সিলেট এবারই প্রথম। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার পর বিপিএলের ভেন্যু পরিবারের নতুন সদস্য কতটা রোমাঞ্চ উপহার দিতে পারে, সেটাই দেখার বিষয়। বিপিএলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও মাছরাঙা টেলিভিশন।

 

/ এমআর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি