ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিপিএলের ফাইনাল সন্ধ্যায়

প্রকাশিত : ০৮:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে বিপিএলের ৬ষ্ঠ আসরের। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ শক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের মধ্যকার ২২ গজের ময়দানি যুদ্ধ হবে আজ । কে হাসবে শেষ হাসি? সাকিবের ঢাকা না ইমরুলের কুমিল্লা? শিরোপা জয়ে চোখ ঢাকা ও কুমিল্লার। লড়াইটা বেশ জমাট হবে বলেই। মনে করছেন তারা।

দুদল একে অন্যকে সমীহ করছে। আবার এটাও বলছে, শিরোপা জয়ের সামর্থ্য তাদের আছে। ঢাকা-কুমিল্লার খেলোয়াড়রা মনে করছেন, কুড়ি ওভারের ক্রিকেট হওয়ায় কোনো দলকেই এগিয়ে রাখার সুযোগ নেই। রুবেল হোসেন একদিন আগেই বলেছিলেন, কুমিল্লা শক্তিশালী প্রতিপক্ষ। তবে ফাইনালে মাঠে যে দল ভালো খেলবে তারাই শিরোপা জিতবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। দেখা যাক। এর আগে ইমরুল কায়েসও বলেছেন, শিরোপা জেতার সমান সুযোগ থাকছে দুদলের সামনেই। ২২ গজের ময়দানি যুদ্ধে যারা ভালো খেলবে তারা জিতবে।

বিপিএল মানেই শিরোপা যেন ঢাকার। প্রথম দুই আসরের শিরোপা জিতেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর চতুর্থ আসরে এসে আবারও চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস। পঞ্চম আসরের ফাইনাল খেললেও রংপুর রাইডার্সের কাছে হেরে রানারআপ হয়েই তুষ্ট থাকতে হয় সাকিবদের। আরও একবার শিরোপা জয়ের সামনে ঢাকা। আজ কুমিল্লাকে হারাতে পারলেই চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে রাজধানীর দলটি।

কুমিল্লাও দারুণ ছন্দে আছে। ইমরুল কায়েস, তামিমরাও শিরোপা জিততে মরিয়া। এখন পর্যন্ত একবারই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দলটি। বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। আজ প্রতিপক্ষ ঢাকাকে হারাতে পারলেই দ্বিতীয়বার শিরোপা যাবে কুমিল্লার ঘরে।

ফাইনাল ম্যাচকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে। জাতীয় দলে সাকিব-তামিম বন্ধু। তবে আজ তারা শত্রু বনে যাচ্ছেন। কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিতে চান না। আগে চ্যাম্পিয়ন হওয়া, তার পর বন্ধুত্ব! ফাইনাল শেষে আবারও সেই আগের মতোই বন্ধু হয়ে যাবেন সাকিব-তামিম।

বিপিএলের ষষ্ঠ আসরে ঢাকার উড়ন্ত সূচনা হলেও শেষ দিকে খেই হারিয়ে ফেলে। তাদের প্লে-অফ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। যদিও প্রথম পর্বের শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে টেবিলের চার নম্বর দল হিসেবে এলিমিনেটর ম্যাচ খেলা নিশ্চিত করেন সাকিবরা। এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে এবং কোয়ালিফায়ার ২-এর ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন মাশরাফির রংপুরকে বিদায় করে দিয়ে ফাইনালে ওঠেন সাকিব-রুবেলরা।

অন্যদিকে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্বে খেলা নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কোয়ালিফায়ার ১-এর ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনালে ওঠেন ইমরুল, তামিমরা। আজ চূড়ান্ত পরীক্ষা। জিতলেই চ্যাম্পিয়ন।

প্রথম পর্বে দুবার দেখা হয়েছিল ঢাকা ও কুমিল্লার। দুবারই কুমিল্লার কাছে পরাজয়ের তিতকুটে স্বাদ নিয়ে মাঠ ছাড়েন সাকিবরা। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দুদল। সাকিবরা কি পারবেন কুমিল্লাকে হারিয়ে মধুর ‘প্রতিশোধ’ নিয়ে চ্যাম্পিয়ন হতে, নাকি তৃতীয়বারের মতো ঢাকাকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠবেন কুমিল্লার ইমরুল-তামিমরা? আজ ম্যাচ শেষেই মিলবে উত্তর।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি