বিবিসির এআর অ্যাপে ঐতিহাসিক নিদর্শন
প্রকাশিত : ১১:১৯, ৮ ফেব্রুয়ারি ২০১৮
এখন থেকে ঘরে বসেই দেখা যাবে যুক্তরাজ্যের জাদুঘরে থাকা বিভিন্ন ঐতিহাসিক শিল্পকর্ম। আর এমন সুবিধাটি পেতে অগমেন্টেড রিয়ালিটি (এআর) নামে একটি অ্যাপ আবিষ্কার করেছে বিবিসি।
এআর নামক এ অ্যাপের মাধ্যমে জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সবদিক থেকে দেখা যাবে। শিল্প ও সংস্কৃতি নিয়ে নির্মিত ‘সিভিলাইজেশন’ নামের পুনরায় শুরু হতে যাওয়া বিবিসির নতুন টিভি ধারাবাহিকের ওপর ভিত্তি করেই এআর অ্যাপটি তৈরি করা হয়েছে। এ ধারাবাহিক আগামী মার্চ থেকে শুরু হবে। আর ওই সময়ই অ্যাপটি উন্মোচন করবে বিবিসি।
অ্যাপটিতে বিশেষ কিছু সুবিধা রেখেছ বিবিসি। যুক্তরাজ্যর প্রায় ৩০টি জাদুঘরে সংগৃহীত ঐতিহাসিক নিদর্শনের তথ্য ব্যবহার করা হয়েছে। ‘এক্স-রে’ সুবিধার মাধ্যমে কোনো মমির দেহে কী কী আছে তা জানা যাবে অ্যাপটির মাধ্যমে। এ ছাড়া প্রতিটি শিল্পকর্মের ব্যাপারে জানার জন্য আছে ‘ম্যাজিক স্পটলাইট’ সুবিধা।
সূত্র: বিবিসি।
একে//এসএইচ
আরও পড়ুন