ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিভক্ত কোন জাতি দেখতে চাইনা: জামায়াত আমির

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৭, ২০ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

আমরা বিভক্ত কোন জাতি দেখতে চাইনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন- যারা একটা জাতিকে বিভিন্ন ধোয়া তুলে টুকরা টুকরা ভাগে বিভক্ত করতে চায় তারা জাতির দুশমন। জাতীয় ঐক্য চায় জাতীর স্বার্থের ব্যাপারে। রাজনীতি ও দল যার যার অবস্থানে থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক। কোন বৈরি শক্তি ও শত্রু শক্তি কখনো বিজয়ী হতে পারে না।

শনিবার বিকেল ৩টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আমীর ডা. শফিকুর রহমান বলেছেন- আল্লাহ যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব আমাদের দেন আমরা সেবক হবো। যারা মালিক হয়েছে তাদের পরিণতি চোখের সামনে আপনারা দেখেছেন। মানুষের সাথে গাদ্দারি ও ধোকা দিলে কি হয়। এ থেকে সকল রাজনৈতিক দলের শিক্ষা নেয়া উচিত।

ডা. শফিকুর রহমান আরো বলেছেন- আওয়ামী লীগ জুলুমবাজ দল। এর চেয়ে জুলুমবাজ আর নেই। তারা সারা জাতীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মামলা, হামলা, খুন, গুম ও ধর্ষণসহ অপরাধের স্বর্গরাজ্যে পরিণতি হয়েছিল। দেশের মানুষ ছিল তাদের কাছে অসহায়। তারা বিচারের নামে প্রহসন করে আমাদের ১১জন নেতৃবৃন্দ শত শত কর্মীকে হত্যা করে। আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে। কোথায় এক সেকেন্ডের জন্য আমরা স্বস্তির সাথে বসতে পারিনি। আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন- দুনিয়ার ইতিহাস পাল্টিয়েছে যুবরা। ৫ আগষ্টে যুবরা প্রাণ দিয়েছে। বাংলাদেশের নতুন ইতিহাস সূচনা করেছে। তারা জাতীর জন্য যুদ্ধ করেছে। তাদের পাঠ্য পুস্তকে স্থান দিতে হবে। আমরা আহত ও শহীদ পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেখানে কেউ বেকার থাকবে না।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি