ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিভিন্ন স্থানে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৫, ১৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:২২, ২৩ ডিসেম্বর ২০১৮

‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।     

মাগুরা : সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো.আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুস সালাম, সহকারি পুলিশ সুপার কাজী আহসান হাবীব, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নুরুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৭ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ঝিনাইদহ : জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরেন। পাশাপাশি এ কাজকে আরো গতিশীল করতে সকলে এক সাথে কাজ করার আহবান জানান। শেষে চিত্রাংকন, কবিতা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেরপুর : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ.জেড মোরশেদ আলী।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে এবং দেশ ডিজিটালাইস্টভাবে এগিয়ে যাচ্ছে আগামী ২০২১ সালের মধ্যে অফিস আদালতে ৯০% কাজ ই-সেবার মাধ্যমে চলে আসবে।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরে আলম মৃধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

পাবনা : এ উপলক্ষে বুধবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক র‌্যালি বের হয়। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আইসিই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এই র‌্যালি বের করা হয়।

বুধবার বেলা ১১টায় বিজ্ঞান ভবনের সামনে থেকে বিভাগের শিক্ষক- শিক্ষার্থীদের সমন্বয়ে র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় বিজ্ঞান ভবনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড.শেখ রাসেল আল আহম্মেদ, ছাত্র উদেষ্টা ও বাংলা বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. ওমর ফারুক, আইসিটি সেলের পরিচালক আনোয়ার হোসেন, বিভাগের সহযোগি অধ্যাপক পল্লব কান্তি পোদ্দার, সহকারী অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জয়নুল আবেদীনসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে বক্তারা বলেন, ডিজটাল বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সারাবিশ্বে আধুনিক প্রযুক্তিতে অসাধারণ সাফল্য অর্জন করেছে। সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করার জন্য বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান। বাসস   

এসি 
    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি